WORKSHOP ON ASSIGNMENT WRITING

প্রিয় ববিয়ানবৃন্দ,
আমাদের একাডেমিক ও একাডেমিকের বাইরে প্রফেশনাল সেক্টরে Assignment গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। আর একটি ইউনিক ও কপিরাইট ফ্রি Assignment সকল ক্ষেত্রেই বিশেষ ভূমিকা পালন করে।
 
তাইতো বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের জন্য “Assignment Writing” কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। কর্মশালায় প্রতিটি অনুষদের জন্য পৃথকভাবে ২টি করে সর্বমোট ৬টি সেশন থাকবে এবং সেশনগুলো বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হবে। সেশনগুলোতে ট্রেইনার হিসেবে থাকবেন আমাদের উপদেষ্টা শিক্ষকমন্ডলী।
 
আমাদের সেশনগুলো হলোঃ
Session 01: Preparation & Research
*Understanding the Assignment topic.
*Planning, Method & Question Making
*Finding Information
*Reading and Taking Notes
Session 02: Writing
*Writing the Assignment
*Editing and Proofreading
*Citation & Referencing
 
আমরা আশা করছি, কর্মশালাটি আপনাকে একাডেমিক ও একাডেমিকের বাইরের প্রফেশনাল সেক্টরে একটি পরিপূর্ন Assignment লিখতে সহয়তা প্রদান করবে। এছাড়াও Assignment সংক্রান্ত সকল প্রতিবন্ধকতা দূর করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
 
রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ
* রেজিস্ট্রেশন ফি – বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা এবং গবেষণা সংসদের সদস্যদের জন্য ৩০টাকা।
*অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে পারবেন।
*গবেষণা সংসদের সদস্যরা তাদের সদস্য ফরমের অংশ অনলাইনের ক্ষেত্রে ছবি তুলে আপলোড করতে হবে এবং অফলাইনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বুথে নিয়ে আসতে হবে। যারা অনলাইনে গবেষণা সংসদের সদস্য হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তারা তাদের মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন।
* প্রতিটি অনুষদে সর্বোচ্চ ১০০ জন রেজিস্ট্রেশন করতে পাবেন। সর্বমোট ৩০০ জন।
-আর্টস (কলা ও মানবিক, আইন এবং সমাজবিজ্ঞান)
-বিজনেস
-সায়েন্স (বিজ্ঞান ও প্রকৌশলী এবং জীববিজ্ঞান)
* ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৯ মার্চ, ২০২৩
 
রেজিস্ট্রেশন বুথঃ
গ্রাউন্ড ফ্লোর, বরিশাল বিশ্ববিদ্যালয়
সময়ঃ ৫ ও ৬ মার্চ, ২০২৩; সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত
 
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ৮ মার্চ, রাত ১২টা পর্যন্ত
 
যে কোন প্রকার তথ্য পেতে যোগাযোগ করুন
মোবাইলঃ +8801714999757
মেইলঃ bursbd@gmail.com
ওয়েবসাইটঃ www.bursbd.com
 
শুভেচ্ছান্তে,
বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।

SHARE THIS POST

Facebook
Twitter
LinkedIn
Pinterest