𝐁𝐔𝐑𝐒 𝐌𝐞𝐦𝐛𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐑𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐕𝐈𝐕𝐀-𝐕𝐎𝐂𝐄 𝟐𝟎𝟐𝟒

𝐁𝐔𝐑𝐒 𝐌𝐞𝐦𝐛𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐑𝐞𝐜𝐫𝐮𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐕𝐈𝐕𝐀-𝐕𝐎𝐂𝐄 𝟐𝟎𝟐𝟒 Dear Applicants,Greetings from the Barishal University Research Society (BURS)!The wait is over! The 1st phase of BURS Membership Recruitment Viva-Voce 2024 is here. For those who have applied, your opportunity to join the country’s most vibrant research community starts on 01 December and will continue until 03 December, 2024. Our esteemed BURS Executive Committee will be present on the interview board to assess your potential and welcome you into the research family.   Interview RequirementsAt the time of your interview, please ensure you bring:1. Admit Card (a part of the application form).2. A Copy of your Student ID (for online applicants).  Venue & Schedule- Venue: 2nd floor, TSC, University of Barishal- Dates: 1, 2 & 3 December, 2024- Time: 10:00 AM – 4:00 PM (both days)  Note: Attendance is mandatory. If you miss your viva, you cannot become a member of BURS.  For More Information- Phone:+8801714999757- E-mail: bursbd@gmail.com  We look forward to meeting you and exploring your passion for research. Don’t miss your chance to be part of the BURS family and contribute to shaping a research-friendly future at Barishal University!

PROMOTING UNDERGRADUATE RESEARCH CULTURE: A NEW ERA OF BU

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে গবেষণা সংস্কৃতি গড়ে তোলার জন্য গবেষণা সংসদগুলোর যাত্রা শুরু হয়েছে, আর শিক্ষার্থীদের এই উদ্যোগ এবং তাদের কার্যক্রম প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দীক। রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সংগঠনটি ‘প্রমোটিং আন্ডারগ্রাজুয়েট রিসার্চ কালচার: অ্যা নিউ এরা অব বরিশাল ইউনিভার্সিটি’- শীর্ষক সেমিনার আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং গবেষণা সংসদের নবগঠিত কমিটি ঘোষণা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রধান উপদেষ্টা ড. মোঃ খোরশেদ আলম এবং এসময় গবেষণা সংসদগুলোর যাত্রা ও স্বপ্ন নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক। অধ্যাপক ড. আরেফিন সিদ্দীক বলেন, আমরা অনেকে অনেক কিছু করছি। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা গবেষণার মানসিকতা তৈরি করতে পারছি কিনা! এই জায়গায় আমাদের গবেষণা সংসদগুলো কাজটি করে যাচ্ছে। ২০১৬ সালে আমাদের তরুণরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কাজটি শুরু করেছিলো। যা এরই মধ্যে ১৮ বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে এবং একযোগে কাজ করছে। তিনি বলেন, গবেষণাকে ভালোবাসাটা মুখ্য। গবেষণা সংসদের শিক্ষার্থীরা ভালোবেসেই কাজগুলো করে যাচ্ছে। তাদের যে আইডিয়া আছে সে আইডিয়াগুলো পরিচর্যা করছে এবং সমাজে বাস্তবায়ন করছে। এটি দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে। এসময় তিনি তরুণ গবেষকদের এথিকস ঠিক রাখার আহ্বান জানিয়ে বলেন, গবেষকদের বিনয়ের সাথে কথা বলা, উদার মনোভাব ধারণ করা এবং অন্যের আইডিয়ার ক্রেডিট দেওয়ার মনোভাব থাকতে হবে। ক্রেডিট দিতে যেন ভুল না করি আমরা। প্রত্যেকের মস্তিষ্কের চিন্তা তার নিজের সম্পদ। তাই এর ক্রেডিট দিতে হবে। এটা গবেষকের মূল বৈশিষ্ট্য। তিনি বলেন, প্রতিদিনই আমরা গবেষণা করছি। আমরা মূলত একাডেমিক গবেষণা করি। গ্রামের গৃহবধূ যিনি সুস্বাদু রান্না করেন। তিনিও গবেষণা করেন। তার গবেষণা বাস্তব জীবন নিয়ে। তারা নিজের অজান্তেই গবেষণা করে ফেলছেন, যার মাঝে ভালোবাসা জড়িত। শিক্ষার্থীরাও ভালোবাসা নিয়ে কাজ করছে। তাদের এই উদ্যোগ অন্যদের উদ্বুদ্ধ করছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, গবেষণা তোমরা করবে মানব সমাজের উন্নয়নের জন্য৷ দেশ ও বিশ্বের শান্তির জন্য গবেষণা করতে হবে। আরেফিন সিদ্দীক আরও বলেন, প্রতিটি ছাত্রছাত্রী চিন্তার নায়ক। চিন্তা করতে হবে এবং নতুন নতুন জ্ঞান তৈরি করতে হবে। আর সে চিন্তা করার জন্য সময় দিতে হবে তরুণদের। শুধু জিপিএ-৫ পাওয়া শিক্ষার লক্ষ্য হতে পারে না। শিক্ষার লক্ষ্য হলো মানুষকে এগিয়ে নেওয়া। আমরা অনেক পড়ালেখা করছি। কিন্তু কতজন আমরা দেশকে ভালোবাসি, কতজন দেশকে নিয়ে ভাবি? শিক্ষার উদ্দেশ্য হতে হবে দেশ ও সমাজকে এগিয়ে নেওয়া। এই জায়গাটি নিয়ে গবেষণা সংসদের সদস্যরা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমরা চাই আমাদের ছেলে মেয়েরা হীনমন্যতায় ভুগবে না যে, আমরা ওটা পাচ্ছি না এটা পাচ্ছি না। সকল সীমাবদ্ধতার মাঝে তোমরা ভালো কাজ করে যাবে-এটা আমাদের বিশ্বাস। বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নবগঠিত কমিটির নেটওয়ার্কিং এন্ড পাবলিক রিলেশনস এর সম্পাদক জেবা তাসনিম কারিমা এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী নাভিদ নাসিফকে সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ আজম খানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা বিষয়ে উপস্থাপনা প্রদান করেন নবগঠিত কমিটির সহ সভপতি মোঃ হাসান শাহরিয়ার, গবেষণা সংসদ পরিচালিত স্নাতক গবেষণা বিষয়ে জরিপের ফলাফল উপস্থাপন করেন সহ সভাপতি ফারহানা ইয়াসমিন। এরপর নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নবগঠিত কমিটির সভাপতি কাজী নাভিদ নাসিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষণা সংসদের মডারেটরবৃন্দ, উপদেষ্টা এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সহ গবেষণা সংসেদর নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে সময় টিভি এবং চ্যানেল আই অনলাইন। আর ইভেন্ট পার্টনার ছিলো Barishal University IT Society (BUITS) Share this post

BM SPSS (the Statistical Package for the Social Sciences)” Course!!!

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ আয়োজন করতে যাচ্ছে “IBM SPSS (the Statistical Package for the Social Sciences)” Course!!! এই কোর্সে আপনি ডাটা ফ্রেম তৈরি করা, ডাটা এন্ট্রি, ভ্যালু, লেভেল নির্ধারণ, ডাটা ম্যানিপুলেশন এবং ট্রান্সফরমেশন, ডাটার গ্রাফিক্যাল উপস্থাপনা, কম্পিউটিং পরিসংখ্যান, অনুপস্থিত মান, হাইপোথিসিস পরীক্ষা, পারস্পরিক সম্পর্ক, রিগ্রেশন, ডাটা এক্সটেনশন এবং আরও অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছেন। রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন রেজিস্ট্রেশন ডেডলাইনঃ ২৯ জানুয়ারি (রাত ১১.৫৯) *কোর্সের নিয়মাবলিঃক্লাস সংখ্যাঃ ১৪-১৬টিক্লাসের দিনক্ষণঃ শুক্র ও শনিবার(প্রতি সপ্তাহে ২টি করে ক্লাস)ক্লাসের সময়কালঃ রাত ৮.৩০-৯.৩০ টাকোর্স শুরুর তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২৩ (সম্ভাব্য) ** Zoom প্ল্যাটফর্মে সকল ক্লাস অনুষ্ঠিত হবে। *কোর্স ফি-৩০০ টাকা (শুধুমাত্র দেশের সকল গবেষণা সংসদ সদস্যদের জন্য) এবং ৭০০ টাকা (অন্যান্যদের জন্য)কোর্স ফি প্রদান করুন নিচের নম্বরেঃবিকাশঃ 01732980123, বিকাশ/নগদঃ 01852337304(কোর্স ফি প্রদানের সময় রেফারেন্সে নিজের পরিচয় উল্লেখ করবেন) কোর্সটি করে যা যা পাচ্ছেনঃ১. সার্টিফিকেট২. কোর্স ম্যাটেরিয়াল৩. কোর্সে অংশগ্রহণকারীদের রেকর্ডকৃত ক্লাস প্রদান করা হবে**এই কোর্সটি দেশ-বিদেশে অবস্থানরত সকলের জন্য উন্মুক্ত। কোর্স প্রশিক্ষকঃইসরাত জাহানপ্রশিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদএবংসৌরভ রায়গবেষণা ম্যানেজার, সায়েন্স টিম, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ শুভেচ্ছান্তে,ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রয়োজনে যোগাযোগঃ01581744399,duresearch16@gmail.comওয়েবসাইটঃwww.dursbd.com Share this post