Call for BURS Viva

Dear Applicants,Greetings from BURS. The wait is over! BURS member viva 2023 is going to start from 18 January and will be continued till 22 January. Our BURS executive committee will be present in the interview board.  At the time of interview, you need to bring:*Admit Card (a part of form)*Copy of Student ID (for Online Applicants) Venue: TSC (2nd floor), University of Barishal Viva schedule:*18 January (1st day): Arts &Social Science Background (102)*19 January(2nd Day): Science Background (86)*22 January (3rd day): Business Background (47)## 10:00AM-2:00PM (Everyday)(Please bring your necessary documents and be present on scheduled time.) ★For More Information Please Contact at:Phone: +8801714999757E-mail: bursbd@gmail.comWebsite: www.bursbd.com Share this post

WORKSHOP ON ASSIGNMENT WRITING

প্রিয় ববিয়ানবৃন্দ,আমাদের একাডেমিক ও একাডেমিকের বাইরে প্রফেশনাল সেক্টরে Assignment গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। আর একটি ইউনিক ও কপিরাইট ফ্রি Assignment সকল ক্ষেত্রেই বিশেষ ভূমিকা পালন করে। তাইতো বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের জন্য “Assignment Writing” কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। কর্মশালায় প্রতিটি অনুষদের জন্য পৃথকভাবে ২টি করে সর্বমোট ৬টি সেশন থাকবে এবং সেশনগুলো বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হবে। সেশনগুলোতে ট্রেইনার হিসেবে থাকবেন আমাদের উপদেষ্টা শিক্ষকমন্ডলী। আমাদের সেশনগুলো হলোঃSession 01: Preparation & Research*Understanding the Assignment topic.*Planning, Method & Question Making*Finding Information*Reading and Taking NotesSession 02: Writing*Writing the Assignment*Editing and Proofreading*Citation & Referencing আমরা আশা করছি, কর্মশালাটি আপনাকে একাডেমিক ও একাডেমিকের বাইরের প্রফেশনাল সেক্টরে একটি পরিপূর্ন Assignment লিখতে সহয়তা প্রদান করবে। এছাড়াও Assignment সংক্রান্ত সকল প্রতিবন্ধকতা দূর করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ* রেজিস্ট্রেশন ফি – বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা এবং গবেষণা সংসদের সদস্যদের জন্য ৩০টাকা।*অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে পারবেন।*গবেষণা সংসদের সদস্যরা তাদের সদস্য ফরমের অংশ অনলাইনের ক্ষেত্রে ছবি তুলে আপলোড করতে হবে এবং অফলাইনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বুথে নিয়ে আসতে হবে। যারা অনলাইনে গবেষণা সংসদের সদস্য হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তারা তাদের মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন।* প্রতিটি অনুষদে সর্বোচ্চ ১০০ জন রেজিস্ট্রেশন করতে পাবেন। সর্বমোট ৩০০ জন।-আর্টস (কলা ও মানবিক, আইন এবং সমাজবিজ্ঞান)-বিজনেস-সায়েন্স (বিজ্ঞান ও প্রকৌশলী এবং জীববিজ্ঞান)* ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৯ মার্চ, ২০২৩ রেজিস্ট্রেশন বুথঃগ্রাউন্ড ফ্লোর, বরিশাল বিশ্ববিদ্যালয়সময়ঃ ৫ ও ৬ মার্চ, ২০২৩; সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ৮ মার্চ, রাত ১২টা পর্যন্ত যে কোন প্রকার তথ্য পেতে যোগাযোগ করুনমোবাইলঃ +8801714999757মেইলঃ bursbd@gmail.comওয়েবসাইটঃ www.bursbd.com শুভেচ্ছান্তে,বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। SHARE THIS POST Facebook Twitter LinkedIn Pinterest

Call For BURS Membership

বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আমাদের সংগঠনের সদস্য হতে এখনই রেজিস্ট্রেশন করুনবরিশাল বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের মাঝে গবেষণা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এবং স্নাতক পর্যায়ে গবেষণার প্রতিবন্ধকতা দূরিকরণে বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ কার্যক্রম পরিচালনা করছে।   কেন আমাদের সদস্য হবেন- অনুষদ ভিত্তিক নিয়মিত গবেষণা প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ দলগতভাবে গবেষণা নিয়ে অনুশীলন, আলোচনা ও অংশ নেওয়ার সুযোগ শিক্ষকদের সাথে যৌথভাবে গবেষণা অংশ নেওয়ার মাধ্যমে গবেষণা শেখা ও করার সুযোগ থিসিস ও মনোগ্রাফ সম্পর্কিত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ সমীক্ষা এবং প্রকল্প উন্নয়মূলক কাজ সুযোগ দেয়া আইডিয়া জেনারেশন, আইডিয়া নিয়ে প্রতিযোগিতা এবং মেলা অংশগ্রহণের সুযোগ অ্যাসাইনমেন্ট রাইটিং প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পার্টনারশীপ,সহযোগিতা এবং নেটওয়ার্কিং তৈরিতে সহায়তা বৃত্তি এবং ফেলোশিপ সুযোগ দেয়া বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করার ক্ষেত্রে সাহায্য শিক্ষার্থীদের ইন্টার্নশপের সুযোগ গবেষণা পত্র প্রকাশনায় সহায়তা বিভিন্ন দক্ষতা উন্নয়ন (Skill Devlopment) প্রশিক্ষণ এবং কর্মশালা অংশ নেওয়ার সুযোগ গবেষণা ভিত্তিক ম্যাগাজিন এবং জার্নালে আপনার গবেষণা প্রকাশের সুযোগ  বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে কোনো নিয়মিত শিক্ষার্থী সদস্যতার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিয়মিত (স্নাতক/মাস্টার্স) শিক্ষার্থী হতে হবে। সদস্যপদ পাওয়ার পর আবেদনকারীকে BURS-এর সাথে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই সংগঠনের সমস্ত “নিয়ম ও প্রবিধান” অনুসরণ করতে দৃঢ় প্রত্যয়ী হতে হবে।   আমাদের নির্ধারিত বুথঃস্থান: গ্রাউন্ড ফ্লোর, বরিশাল বিশ্ববিদ্যালয়সময়: ৩০ অক্টোবর ২০২২ থেকে ১০ নভেম্বর ২০২২ পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত)  আবেদন প্রক্রিয়া আবেদনকারীকে বিকাশ/নগদ এর মাধ্যমে নিবন্ধন ফি হিসাবে ১০০ টাকা প্রদান করতে হবে (নিবন্ধন ফরমে অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করা আছে)। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, আবেদনকারীকে ভাইবা এর জন্য ডাকা হবে এবং তাদের ভাইভা তারিখ ও সময় ইমেইল বা SMS এর মাধ্যমে জানানো হবে।  বিস্তারিত জানতে যোগাযোগ করুন:ফোন: +8801714999757ইমেইল: bursbd@gmail.comফেসবুক পেজ: Barishal University Research Society-BURSফেসবুক গ্রুপ: Barishal University Research Society-BURS   For Online Registration Share this post