প্রিয় গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা,
শুভেচ্ছা গ্রহণ করুন।আপনাদের জন্য বাংলাদেশ গবেষণা সংসদ আয়োজন করতে যাচ্ছে ০৫ মাসব্যাপী গবেষণা শেখার একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কর্মসূচি৷ এটি কেবল একটি প্রশিক্ষণ কোর্সই নয়, একই সাথে একটি মেন্টরশিপ প্রোগ্রাম। যেখানে একজন শিক্ষার্থীকে গবেষক হয়ে উঠতে গাইড করা হবে।
পূর্ণাঙ্গ কোর্সের মেয়াদ: ০৫ মাস
মোট ক্লাসের সংখ্যা: ৩৪টি
এসাইনমেন্ট: ১০টি-এই প্রোগ্রামের
অধীনে কী কী থাকবে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা-
(০১) একেবারে বেসিক থেকে গবেষণা শুরু করার প্রস্তুতি, গবেষণায় হাতেখড়ি, প্রাথমিক ধারণা, বিষয় নির্বাচন, প্রস্তাবনা লিখন, সাহিত্য পর্যালোচনা, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ ও গবেষণার বিভিন্ন পদ্ধতি, গবেষণার বিভিন্ন নিয়মকানুন ও প্লেজিয়ারিজম সংক্রান্ত নীতিসমূহ শেখাসহ যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ।
(০২) মনোগ্রাফ, থিসিস, কনফারেন্স পেপার লেখা এবং তা উপস্থাপনার কৌশল, গবেষণাপত্র লেখা এবং তা জার্নালে প্রকাশের খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ।
(০৩) গবেষণাকাজে তথ্য-উপাত্ত বিশ্লেষণের বিভিন্ন সফটওয়্যার যেমন: SPSS, R-Program ইত্যাদির ওপরে প্রাথমিক প্রশিক্ষণ।
(০৪) নিয়মিত ও দক্ষ গবেষকদের জন্য একই সাথে রয়েছে অথরশিপ, এসিস্টেন্টশিপ, রিসার্চ ইন্টার্নশিপ ও রিসার্চ জবের প্রস্তুতি ও সুযোগ।
(০৫) এমফিল/পিএইচডি এবং স্কলারশিপ সংক্রান্ত খুঁটিনাটি ধারণা সহ একজন দক্ষ গবেষক হয়ে ওঠার পাশাপাশি কিভাবে গবেষণায় ক্যারিয়ার গড়ে তোলা যায় এসব বিষয়ে প্রশিক্ষণ।
(০৬) কোর্স শেষে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক রিসার্চ কনফারেন্স/রিসার্চ সামিটে নিজস্ব গবেষণাপত্র/ধারণাপত্র/পোস্টার উপস্থাপন করার সুযোগ।
(০৭) গবেষণা সংসদের বার্ষিক ‘ইন্টারন্যাশনাল রিসার্চ ট্যুরে’ অংশগ্রহণের জন্য বিশেষ ডিসকাউন্ট প্রাপ্তির সুযোগ।
(০৮) গবেষণা সংসদ কর্তৃক প্রকাশিত গবেষণা বই তথা রিসার্চ জার্নালে নিজের একক অধ্যায়/আর্টিকেল প্রকাশের সুযোগ।
(০৯) কোর্স সম্পন্নকারী দক্ষ গবেষকদের নিয়ে আলাদা গবেষণাপত্র লিখন ও প্রকাশের পাশাপাশি গবেষণা সংক্রান্ত বই প্রকাশের ব্যবস্থা।
-কারা ক্লাস নেবেন/প্রশিক্ষক/মেন্টর/সুপারভাইজার হিসেবে থাকবেন?
এই কর্মসূচীতে রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য থাকছে দেশ-বিদেশের অভিজ্ঞ ও স্বনামধন্য গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্তি ও গবেষণা সহকারী হওয়ার সুযোগ।
-কারা এই কোর্সটি করতে পারবেন?
গবেষণায় আগ্রহী যেকোনো বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য এই কোর্সটি উন্মুক্ত।
( এছাড়াও দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সদস্যদের জন্য থাকছে সর্বোচ্চ ছাড়ে নামমাত্র মূল্য বিশেষ রেজিস্ট্রেশন ফি)।
-রেজিস্ট্রেশন সময়সীমা: ৩১ জানুয়ারি, ২০২৪ (রাত ১২টা পর্যন্ত)
-রেজিস্ট্রেশন ফি:-দেশের সকল বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ ও কলেজের গবেষণা ক্লাবের সদস্যদের জন্য ফি: ৯০০ টাকা (এককালীন)-গবেষণা সংসদের সদস্য ব্যতীত অন্যান্য শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য ফি: ১৯০০ টাকা।
>>রেজিস্ট্রেশন ফি প্রদান করুন নিচের বিকাশ ও নগদ নাম্বারে-
01917558417 (Bkash & Nagad)
01732980123 (Personal Bkash)–
(বি: দ্র: আসন সংখ্যা সীমিত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিস্ট্রেশন করা যাবে। অবশ্যই রেজিস্ট্রেশন ফি প্রদান করে রেজিস্ট্রেশন ফরম পুরন করতে হবে। অন্যথায় রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য হবে না।)
আয়োজনে:
বাংলাদেশ গবেষণা সংসদ (বিডিআরএস)
সার্বিক সহযোগিতায়-
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ
এবং
বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ
জরুরি যোগাযোগ:
bdresearchsociety@gmail.Com