তাইতো বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের জন্য “Assignment Writing” কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। কর্মশালায় প্রতিটি অনুষদের জন্য পৃথকভাবে ২টি করে সর্বমোট ৬টি সেশন থাকবে এবং সেশনগুলো বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হবে। সেশনগুলোতে ট্রেইনার হিসেবে থাকবেন আমাদের উপদেষ্টা শিক্ষকমন্ডলী।
আমাদের সেশনগুলো হলোঃ
Session 01: Preparation & Research
*Understanding the Assignment topic.
*Planning, Method & Question Making
*Finding Information
*Reading and Taking Notes
আমরা আশা করছি, কর্মশালাটি আপনাকে একাডেমিক ও একাডেমিকের বাইরের প্রফেশনাল সেক্টরে একটি পরিপূর্ন Assignment লিখতে সহয়তা প্রদান করবে। এছাড়াও Assignment সংক্রান্ত সকল প্রতিবন্ধকতা দূর করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
* প্রতিটি অনুষদে সর্বোচ্চ ১০০ জন রেজিস্ট্রেশন করতে পাবেন। সর্বমোট ৩০০ জন।
-আর্টস (কলা ও মানবিক, আইন এবং সমাজবিজ্ঞান)
-বিজনেস
-সায়েন্স (বিজ্ঞান ও প্রকৌশলী এবং জীববিজ্ঞান)
রেজিস্ট্রেশন বুথঃ
গ্রাউন্ড ফ্লোর, বরিশাল বিশ্ববিদ্যালয়
সময়ঃ ৫ ও ৬ মার্চ, ২০২৩; সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত